আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

স্ত্রী পুত্র সহ বিভাগীয় কমিশনার রাজশাহী করোনা আক্রান্ত

 

জিয়াউল কবীর, ওহিদুজ্জামান কল্লোল
রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খন্দকার,তার স্ত্রী নাসরিন খন্দকার (৪৫) ও ছেলে তানজিম মাহতাব’র (১৭) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খন্দকার নিজেই বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি আরো জানান তার একজন আত্ত্বীয় করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার করোনা সংক্রমন ধরা পরার আগে তিনি বাসায় এসেছিলেন।এবং তার সঙ্গে মিশেছিলেন।এ সন্দেহ থেকেই নমুনা দেন।আজ সোমবার (২০জুলাই)রিপোর্ট পজিটিভ এসেছে।আমরা সবাই সরকারি বাসায় আছি তাই শারিরিক ভাবে সবাই ভালো আছি। এখন পর্যন্ত কারো কনো ধরনের সমস্যা দেখা দেয়নি। তিনি তাদের সবার জন্য দোয়া করতে বলেন ।
রামেকের ল্যাবে আজ সোমবার ৯৪ জনের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।তার মধ্যে তিনিও রয়েছেন।
রামেকের উপধ্যক্ষ মাইক্রবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা.বুলবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।আক্রন্তদের মধ্যে ৫২ জনের বাড়ী রাজশাহী।বাকি ৩৮ জনের বাড়ী নাটোর। এছাড়া চাঁপাইনবাবগজ্ঞের ২জন,পাবনার ২জন এবং যশোরের এক ব্যক্তির করোনা শনাক্ত বলে জানানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ