আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

ভুয়া বিয়ে রেজিষ্ট্রেশনের দায়ে কাজী আটক

 

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে বাল্যবিয়ে ও ভুয়া বিয়ে রেজিস্ট্রেশন করার দায়ে আবুল হাসেম নামে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) আটক করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রাম থেকে ইউএনও সামিউল আমিনের সহায়তায় রোববার দিবাগত রাতে তাকে আটক করে থানা পুলিশ। আটক কাজী আবুল হাসেম ওই এলাকার তছির উদ্দিনের ছেলে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, ওই এলাকায় একটি বাল্যবিয়ে বন্ধ করতে ইউএনও সামিউল আমিনের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালন। এ সময় ওই বাড়িতে বিয়ে রেজিস্ট্রেশন করতে আসে এলাকার নিকাহ্ রেজিস্ট্রার আবুল হাসেম। তার বিবাহ রেজিস্ট্রেশন বহিতে নানা অসঙ্গতি পায় ইউএনও সামিউল আমিন। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন জানান, ওই নিকাহ্ রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তার লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রারকে পত্র দেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ