আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

মুজিববর্ষে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 

খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

মুজিববর্ষ উপলক্ষে আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন (রবিবার) দুপুরে খুলনা আনসার ও ভিডিপি’র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশ রক্ষায় আনসার ও ভিডিপি’র সদস্যদের এগিয়ে আসতে হবে। এজন্য সদস্যদের তিনি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।

পরে তিনি গাছের চারা রোপণ করেন এবং সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মাদ গাদ্দাফী, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিরাজুল ইসলাম খান ও বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব জায়গায়, ক্লাব-সমিতির প্রাঙ্গণে এবং সরকারি রাস্তার দুই ধারে প্রতি জেলায় এক হাজার করে খুলনা রেঞ্জে মোট ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ