আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

গাজীপুরের শ্রীপুরে অরবিট ফোম কারখানার আগুন নিয়ন্ত্রনে

 

মনিরুল ইসলাম,  শ্রীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নে অবস্থিত অরবিট ফোম কারখানায় বিকাল ৬ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে থাকা লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। বাতাসের বেগ থাকায় মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং বিশাল আকার ধারন করে।
পরবর্তীতে গাজীপুর থেকে সন্ধায় ফায়ার সার্ভিসের আরও ৮ টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, ভেতরে কিছু শ্রমিক বের হতে না পারায় আটকে ছিল। তখন ফায়ার সার্ভিসের সহযোগীতায় ভিন্ন কৌশলে তাদেরকে বের করে আনা হয়।

ফায়ার সার্ভিসের মোট ১১ টি ইউনিটের প্রায় তিন ঘন্টার চেষ্টায় রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
ফায়ার সার্ভিস জানায়, তারা খবর পাওয়া সাথে সাথে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে বাতাসের বেগ থাকায় আগুন নিয়ন্ত্রনে দেরি হয়েছে বলে জানান তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ