আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলের জয়ধরকান্দী উসমানের বিল্ডিং ঘর এখন ঝুকিপূর্ণ বৈদ্যুতিক খুটি

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

সরাইলের জয়ধরকান্দী মাদারী পাড়ার উসমান মিয়ার বিল্ডিং ঘরটি এখন ঝুকিপূর্ণ বৈদ্যুতিক খুটিতে পরিনত হয়েছে।

আজ ১৯ জুলাই রবিবার সরেজমিনে ঘুরে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমূল ইউনিয়নের গ্রামের মাদরী বাড়ীর উসমান মিয়ার বাড়ির বিল্ডিং এর চাদের ৬ ফুট উপরে এসটি লাইনটি গেলেও মাত্র ৪ ফুট উপর দিয়ে প্রবাহমান এলটি লাইনটি গত বছর নওয়াজ আলীর ছেলে জাকির (৮) মৃত্যু বরণ করলে কর্তৃপক্ষ বরাবর বার বার আবেদন নিবেদন করেও কোন সুরাহ পাইনি। কিছু দিন পূর্বেও বাড়ির চাদের উপর বৈদ্যুতিক স্ফুলিঙ্গ সৃষ্টির ফলে দীর্ঘক্ষণ আগুন ধরে থাকলে বাড়ীর লোক দৌড়াদৌড়ি করে অন্যত্র সরে পড়ে। আগুন নিবলে পরে বাড়ীর লোকজন এসে ঘরে অবস্থান নেয় সার্বক্ষণিক নিরাপত্তাহীনতার মধ্যেই দিন মাস বছর অতিবাহিত করছেন উসমান মিয়ার পরিবার। মাত্র ৩ ফুট পশ্চিম দিকে খুটিটি সড়িয়ে দেওয়া হলে ঝুকিমুক্ত হতে পারে উসমান মিয়ার পরিবার। খুটিটিকেব ৩ ফুট পশ্চিম দিকে সরিয়ে উসমান মিয়ার পরিবার কে নিরাপদ করা হউক গ্রামের সচেতন সমাজের দাবী।

এ ব্যাপারে অরুয়াইল পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন বারপাইকা থেকে তেলিকান্দী, জয়ধরকান্দী গ্রামের বৈদ্যুতিক খুঁটির আপগ্রেটিং এর জন্য টিকাদারী প্রতিষ্ঠান কে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে।বর্ষায় খুটি আনা হচ্ছে, শুকনার সময় সব খুটি উচু হয়ে যাবে। তখন গ্রাহকের সুবিধার্থে কোন খুটি ২/৩ ফুট এদিক সেদিক সরানোর দরকার মনে করলে করে দেওয়া হবে। তাছাড়া এব্যাপারে কেউ আমাদের অফিসে কোন আবেদন জমা দেইনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ