আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

এবার ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানাে হচ্ছে না – রেলমন্ত্রী

মোহাম্মদ তাজুল ইসলাম :
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবারের কোরবানির ঈদে মানুষদের বাড়ি না ফিরতে অনুরােধ জানিয়ে বলেছেন, “আপনারা নিজ নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে এবারের ঈদ উদযাপন করুন। কারণঃ এবারের ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানাে হচ্ছে না”।
মন্ত্রী শনিবার সকালে গাজীপুর – ঢাকা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের উন্নীতকরণ কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন ট্রেন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।  এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল করে থাকে। তাই জয়দেবপুর থেকে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে এই জংশনকে ডাবল লেনে এবং টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত চার লেনে উন্নীত করা হচ্ছে । এখান থেকে ঈশ্বদী পর্যন্ত ডাবল লাইন যাচ্ছে। বঙ্গবন্ধু সেতুতে দ্বিতীয় রেল সেতু নির্মাণ করা হচ্ছে।
এরপরে ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত রেল লাইনটিও ডাবল লাইন হবে। সেখানেও মিটার গেজের পাশাপাশি ব্রডগেজ রেল লাইন চালু করা হবে।
এসব কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিকসংখ্যক ট্রেন চালানাে যাবে।
তিনি আরাে বলেন, ভবিষ্যতে গাজীপুরের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করা হবে। জয়দেবপুর জংশন হলেও তা পুরােপুরি জংশনের সুবিধা পাচ্ছে না। তাই অতিদ্রুত এটি পূর্ণ জংশনের মর্যাদা পাবে।
গাজীপুর একটি শিল্প নগরী,এখান থেকে প্রতিদিন হাজার হাজার লােক ঢাকায় গিয়ে চাকরি, ব্যবসা বাণিজ্য করে থাকে। প্রতিদিন যেনো ঢাকা – গাজীপুর লাইনে ৭-৮টি ট্রেন চলাচল করতে পারে সে পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। রেলকে আমরা একটি ডিসিপ্লেনের মধ্যে আনতে চাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ