আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের দুয়ারে জেলা প্রশাসকের সহায়তার চাল

 

বরিশাল প্রতিনিধি :

বৈশ্বিক মহামারি করোনায় সবচেয়ে বেশী সমস্যায় রয়েছেন হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীরা। সরকারি সহায়তা ছাড়া তাদের আয়ের পথ একেবারেই বন্ধ। বিষয়টি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান অবহিত হওয়ার পর নগরীর শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌছে দেন। জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, করোনা’র কারণে সর্বস্তরের মানুষ পড়েছে মহাবিপদে। বিশেষ করে নিম্ন আয়ের ও দিনমজুর মানুষেরা পড়েছেন মহাসংকটে। তবে সবাইকে ছাড়িয়ে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি কিংবা তাদের পরিবার পড়েছে যেন অথৈ জলে। তাদের ভোগান্তি ছাড়িয়ে গেছে অতীতের সব সীমা। তাদের ভোগান্তি কিছুটা লাগব করার প্রয়াসে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশনায় নগরীর দৃষ্টি প্রতিবন্ধীদের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার চাল পৌছে দেয়া হয়। এ সময় প্রতিটি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাজ্জাদ পারভেজ আরো বলেন, করোনা শুরুর পরপরই জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে অসহায়-দরিদ্র প্রতিবন্ধী থেকে শুরু করে হিজড়া জনগোষ্ঠী, দোকান কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়াও অসহায় পরিবারের শিশুদের জন্য শিশু খাদ্য ও ওষুধ সরবরাহ করা হয়। এ খাদ্য সহায়তা এখনো অব্যাহত রয়েছে। আর যে সকল পরিবার লজ্জায় সামনে আসতে চায় না তাদেরকেও খাদ্য সহায়তা দেয়া হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান মোবাইলে ওই সকল পরিবারের সাথে কথা বলে খাদ্য সহায়তা পাঠিয়ে দেন। এখানো যারা মোবাইলে খাদ্য সহায়তা চাচ্ছে তাদেরকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। আর এ বিষয়টি ওই পরিবার ছাড়া আর কেউ জানছে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ