আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ ইং

সিংগাইরে অটোচালক হত্যার সাথে জড়িত ২ জন গ্রেপ্তার, অটোরিক্স উদ্ধার

আব্দুস সালাম রুবেল

সিংগাইরে ব্রিজের নিচে অটোচালক হত্যা ঘটনায় দুই ঘাতক কে গ্রেপ্তার ও অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।
সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের ব্রিজ এর কাছে গত ১০ জানুয়ারি অটোচালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে। নিহত অটোচালক সাভার হেমায়েতপুর তেঁতুলঝোড়া এলাকায় বাসা ভাড়া থেকে জীবিকা নির্বাহ করতো। নিহত অটোচালক আয়নাল(৪০) এর পরিবার সিংগাইর থানায় হত্যা ও অটোরিকশা ছিনতাই এর মামলা করে।
সিংগাইর থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ঘাতকদের অবস্থান যেনে গতকাল ঢাকার মিরপুর রূপনগর থেকে গোলাপ, নুর আমিনকে গ্রপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে সুনামগঞ্জ, নেত্রকোনা থেকে অটোরিক্সা ও মোবাইল ফোন উদ্ধার করে।

মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন অটোচালক হত্যার সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয় এবং অটোরিক্সা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সাত্তার বলেন ছিনতাই ও অটোচালক হত্যার আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে এবং আদালতে আসামীরা ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ