আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

গাজীপুর কোনাবাড়ি এলাকায় লুকিয়ে বিভিন্ন স্কুলে পরীক্ষা ও ক্লাস কার্যক্রম চলছে

 

জাহিদুল ইসলাম রনি,গাজীপুর সিটি প্রতিনিধি :

সরকারী নির্দেশ অমান্য করে গাজীপুর জেলার কোনাবাড়ি জরুল এলাকায় জরুল ন্যাশনাল স্কুলে ক্লাস ফাইভ ও ক্লাস এইটের ছেলে মেয়েদের পরীক্ষা ও ক্লাস চলমান পাওয়ায় অভিযান পরিচালিত করে মোবাইল কোর্টের মাধ্যমে স্কুলের মালিক ও শিক্ষক করোনা ভয়াবহতা জেনেও শিশুদের জীবন ঝুকিতে ফেলায় এবং শিশুদের মধ্যে সংক্রামক ছড়ানোর সুযোগ দেয়ায় তাকে দন্ডবিধির ১৮৬০ এ-র ২৬৯ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী স্কুলের শিক্ষিকাকে ৫০০০/ টাকা অর্থদণ্ড করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৮জুলাই) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাবেয়া পারভেজ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর।

এছাড়া, একই অপরাধে হরিনাচালা, কোনাবাড়ি এলাকায় অরবিট এডু কেয়ার স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে ১০০০০/ টাকা অর্থ দন্ড দেয়া হয়েছে এবং অক্সফোর্ড মাইলস্টোন স্কুলের শিক্ষক রবিন হোসেনকে ৫০০০/ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

স্থানীয়দের তথ্যে ভিত্তিতে জানা যায়, কোনাবাড়ি এলাকায় এখনো অনেক স্কুল, কিন্ডারগার্ডেন, কোচিং সেন্টার লুকিয়ে তাদের ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ