আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার ভাদুঘর বাস স্ট্যান্ড ও কাউতলী প্রবাসী কল্যাণ ব্যাংকের পার্শ্ব হতপ পৃথকভাবে ২০ বোতল স্কপ ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার হয়

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ১৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার, অফিসার ইনচার্জ জনাব আমিনুর রশিদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাদুঘর বাসষ্ট্যান্ড সংলগ্ন মেসার্স এস রহমান পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৪.৩০ ঘটিকার সময় ২০ (বিশ) বোতল স্কপ সিরাপ সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মনির মিয়া (২৮) পিতা-মোঃ জালাল মিয়া, সাং-চরচারতলা, ৪নং ওয়ার্ড সরকার বাড়ী, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে কে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং রাত্র ২৩.১০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাউতলী সাকিনস্থ কাউতলী প্রবাসী কল্যান ব্যাংকের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইেত মাদক ব্যবসায়ী ১। মোঃ জাকির হোসেন (২৯), পিতা- মৃত হাবিবুর রহমান, সাং- পুনিয়াউট (তাহের উকিল এর বাড়ীর সাথে), ওয়ার্ড নং- ০৯, পৌরসভা, ২। মোঃ সাদ্দাম হোসেন (২৭), পিতা- মোঃ ফুল মিয়া, সাং- নয়নপুর (উত্তর পাড়া খান মেডেল রডের দোকানের সাথের বাড়ী), ওয়ার্ড নং-০৯, পৌরসভা, ৩। মোঃ কামাল হোসেন (২৫), পিতা- আব্দুর রহমান, সাং- উলচাপাড়া (সেলিম চেয়ারম্যান এর বাড়ীর সাথে), ওয়ার্ড নং-০১, ইউপি- রামরাইল, সর্ব থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের কে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রচলিত ধারায় মামলা রুজু করা হইয়াছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ