আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

নদী ভাংঙ্গে আতংকে গ্রামবাসী

 

হাবিবুর রহমান সাফিন, গজারিয়া প্রতিনিধি :

একদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়! আরেক দিকে নদী ভাঙ্গনে আতংকে গ্রামবাসী ! এভাবেই জীবন যাপন করছে মেঘনার তীরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন নয়ানগর গ্রামের মানুষ।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার নদী তীরবর্তী মানুষগুলোর দিন কাটছে ভাঙ্গা গড়ার আতংকে। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা।

আরো জানা যায় , প্রতি বছর ভাঙ্গনের সময় আশ্বস্ত করা হলেও কার্যত দীর্ঘ দিনেও এ দাবি পূরণ হয়নি মেঘনা পাড়ের মানুষগুলোর । নদীর অনবরত ভাঙ্গনের শিকার হওয়া পরিবারের লোকজনের মধ্যে চলছে শুধু কান্না আর কান্না। আর বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে পারি জমানোর দুঃখ দুর্দশা যন্ত্রণা। প্রিয় বসতভিটাটিও শেষ পর্যন্ত নদী গর্ভে চলে যাওয়ায় কাঁদতে কাঁদতে অনেকে হয়েছেন বাকরুদ্ধ।

প্রিয় জন্মভূমি নয়ানগর গ্রামকে বাঁচাতে জরুরি ভিত্তিতে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করতে সরকারের উচ্চমহলের ও গজারিয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় গ্রামবাসীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ