নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়ায় র্যাব অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ ফিরোজ (৩৪) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে আশুলিয়ার কাইছাবাড়ির ডোমবাড়ি ট্যাকের হাজী আঃ মালেকের টিনসেড অটো গ্যারেজের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক ফিরোজ আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার নুরুল হকের ছেলে। তিনি ওই এলাকায় থেকে আশুলিয়ার বিভিন্ন স্থানে মাদক দ্রব্য সরবরাহ করে আসছিলেন।
সাভার নবীনগর ক্যাম্পের উপ- পরিচালক (কোম্পানী কমান্ডার) মেজর শিবলী মোস্তাফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ফিরোজকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবাসহ ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক দ্রব্য ঢাকা জেলার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করেছে।
মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানার হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাব-৪ এর কর্মকর্তা।