আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

পুঠিয়া উপজেলা পরিষদের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ

 

পুঠিয়া উপজেলা রাজশাহী প্রতিনিধি: আতিক খাঁন :

রাজশাহী পুঠিয়া উপজেলা পরিষদের উদ্যোগে, (১৩জুলাই) সকাল ১১ টায় পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে, এডিপি ফান্ড থেকে বিনামূল্যে, পুঠিয়া উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ২৫৫ জন প্রান্তিক কৃষকের মাঝে ০৫ কেজি করে আমন ধান বীজ বিতরণ করা হয়, কৃষকের মাঝে আধুনিক জাতের উচ্চফলনশীল রোপা আমনের বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি, এম, হিরা বাচ্চু।

পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতি ইঞ্চি জমি ফসলের আওতায় আনার জন্য উচ্চফলনশীল ধান বীজ দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে পুঠিয়া উপজেলা পরিষদ এই উদ্যোগ হাতে নিয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া, পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম, পুঠিয়া উপজেলা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ করিম, মোছাঃ শাহিদা পারভিন ও মোঃ মনিরুল ইসলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ