আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

মুজিব বর্ষে ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

গাছ লাগান
পরিবেশ বাঁচান।
মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে পরিবেশের ভারসাম্য রক্ষায়- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষ্যে প্রতি উপজেলায় ১০০টি করে বৃক্ষের চারা রোপণ কর্মসূচি ধারাবাহিকতায় শুক্রবার (১০ই জুলাই) সকালে ধামরাই উপজেলা কৃষি সম্প্রসারনের আয়োজনে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এরিয়ার ভিতর বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন।
এ’সময় বৃক্ষরোপণ কর্মসূচি চারা রোপন কাজে অংশ গ্রহণ করেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ’সময় বিভিন্ন শতবর্ষী ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ