নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়ায় বাসায় ঢুকে গৃহীনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সানোয়ার হোসেন (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার ভাদাইলের পবনারটেক এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে ৩১ জানুয়ারি এক গৃহিনী ধর্ষণ চেষ্টা ও মারধরের অভিযোগে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী।
যুবলীগ নেতা সানোয়ার হোসেন আশুলিয়ার পবনারটেক এলাকার মৃত সাফর আলীর ছেলে। তিনি আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই যুবলীগ নেতা রাস্তায় চলাচলের সময় ভুক্তভোগীকে প্রায়ই উত্যক্ত করতো। পরে গত ২৯ জানুয়ারি বিকেল ৪ টার দিকে যুবলীগ নেতা সানোয়ার ভুক্তভোগীর ভাড়া বাসায় প্রবেশ করে জোড় পুর্বক স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় ওই গৃহিনীর ডাক চিৎকারে পাশের ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসলে যুবলীগ নেতা দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার পর থানায় অভিযোগ করতে বের হলে রাস্তায় জনসম্মুখে ভুক্তভোগীকে মারধর করে বলেও অভিযোগ থেকে জানা যায়। পরে সুযোগ বুঝে থানায় অভিযোগ দায়ের করলে আজ দুপুরে ওই যুবলীগ নেতাকে আটক করে পুলিশ।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দিপু জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। পুলিশ আরও জানান বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার বলেন বলেন অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।