আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

মধ্যনগর ধর্মপাশায় বন্যার আশংকায় দিশেহারা গ্রামবাসী

 

আশরাফ উদ্দিন হিল্লোল উপজেলা প্রতিনিধি :

এক দিকে করোনার প্রসার অন্য দিকে বন্যার আশংকায় হাওর অঞ্চলের মানুষ। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ী ঢলে আবারো সুনামগঞ্জ জেলার ধর্মপাশা,মধ্যনগরে বন্যা পরিস্থিতি প্রকট হয়ে বসত ভিটে, রাস্তা ঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। চরম দূরভোগ পোহাতে হচ্ছে হাওর অঞ্চলের সর্ব স্থরের মানুষের। সাধারণ কৃষক দিশেহারা গবাদিপশু নিয়ে, গত কিছু দিন আগের বন্যার পানি কমতে না কমতেই নুতন করে আবার ভয়াবহ রুপ ধারণ করছে হাওর অঞ্চলে বন্যার অবস্থা। গত কিছু দিন আগের বন্যায় উপজেলার হাওর অঞ্চলের দুই থেকে আড়াইশ মহৎসখামারীদের প্রায় ৪থেকে ৫ কোঠি টাকার মাছ বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয়। আবার চলমান মহামারী করোনা পরিস্থিতি প্রসারিত সহ মোকাবিলা করতে হচ্ছে, অন্য দিকে বন্যার আগ্রাসনে মানুষ ভীষণ কষ্টে জীবন যাপন করছে। সব মিলিয়ে ধর্মপাশা, মধ্যনগরের সর্বস্থরের মানুষ উভয় সংকটে নাজেহাল। জরুরী ভিত্তিতে জেলা, উপজেলা ও রাজনৈতিক সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যাক্তিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে উপজেলার ভুক্তভোগী সাধারণ মানুষ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ