আজ ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ ইং

সাভারে দুই বছর ধরে শিকলে বাঁধা ব্যক্তিকে উদ্ধার করলো চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে মানসিক ভারসাম্যহীনের কথা বলে মোহাম্মদ টিপু (২৮) নামের এক যুবককে প্রায় দুই বছর যাবৎ লোহার শিকল পায়ে বেধে একটি টিনের ভাঙ্গা খোয়ারে বেধে রেখে ছিলেন তার পরিবার। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান হাজী আতিকুর রহমান খাঁন শান্ত তাকে বন্দীদশা থেকে মুক্ত করেন এবং টিপুর মা’র বাড়ীতেই থাকার সুব্যবস্থা করেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে জুমার নামাজ পরে সাভারের কাউন্দিয়া ‌ইউনিয়নের কুমার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার মোহম্মদ টিপু সাভারের কাউন্দিয়া ‌ইউনিয়নের কুমার বাড়ি বাসিন্দা। এছাড়া বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কাউন্দিয়া ‌ইউনিয়নের চেয়ারম্যান হাজী আতিকুর রহমান খাঁন শান্ত দৈনিক আগামীর সংবাদকে জানান, গত দুই বছর যাবৎ একটি যুবক তার ইউনিয়নের কুমার বাড়ি এলাকায় একটি বাড়িতে শিকল বন্দী করে রাখা হয়েছে। স্থানীয় ব্যক্তিদের এমন খবরে আজ দুপুরে জুমার নামাজের পর সেই বাড়িতে গিয়ে শিকল বন্দী টিপুকে একটি ভাঙ্গা-চুড়া টিনের খোয়ার থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় নরসুন্দরকে (নাপিত) দিয়ে টিপুর চুল-দাড়ি কেটে গোসল করিয়ে দেওয়া হয়। এসময় টিপুকে খাওয়া দাওয়া করানোর পর তার মাকে শেষ বারের মত সুযোগ দিয়ে সাধারণ জীবনে ফিরিয়ে আনতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। টিপুর মাকে বলা হয়েছে তার ছেলে যদি কোনো রকম সমস্যার সৃষ্টি করে তাহলে তাকে জানাতে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ