আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

মিছেই মায়ার জাল

 

লেখক, সায়েদ সফিকুর রহমান :

শত সাধনার সঞ্চিত আশা
চূর্ণ করিয়া সে বাধিয়াছে বাসা।
এত আয়োজন মিছে করে ম্লান
হটাত একদিন নিভে যাবে প্রান!
তিল তিল করে সাধের এই দেহে
বাড়িয়াছে সে যে সংগোপন স্নেহে।
কোন একদিন নিশি রাতে এসে
হানা দেয় শেষ মারনাস্ত্র বেশে!
ধরনীর খেলা করে সমাপন
অসীমের পথে চলিবে সে মন।
নিজগড়া ভূবন পড়ে থাকে পিছে,
মূল্যহীন সবই হয়ে যাবে মিছে!
তবে কেন মোরা, এত কিছু ভেবে
বিমোহিত থাকি পার্থিবের লোভে?
একটি শ্বাসের দূরে বসে করি, এত আয়োজন,
ভেবেছি কী কভু বন্ধ হলেই,

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ