আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে স্বর্ণের বার সহ স্বর্ণকারবারী চক্রের পাঁচ সদস্য আটক

 

রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক  :

ঢাকা জেলার ধামরাইয়ের পটল এলাকা থেকে স্বর্ণকারবারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
আটককৃত স্বর্ণকারবারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৯ই জুলাই) তাদের আদালতে পাঠিয়ে দুপুরে আদালতের মাধ্যমে
কারাগারে পাঠিয়েছে পুলিশ ।
গত রাতে ধামরাই উপজেলার পটল এলাকা থেকে তাদের আটক করেছে ধামরাই থানা পুলিশ। এ’সময় তাদের কাছ থেকে ২টি স্বর্ণের বার সহ মোট ২৯৮ গ্রাম (২৫ভরি) স্বর্ণালংকার ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

এ’বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মাসুদুর রহমান জানান- গত রাতে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম নাইট রাউন্ড ডিউটি কালে ধামরাই বাজার এলাকায় একটি প্রাইভেটকার দেখতে পান। পরে ধামরাই থানা পুলিশের সহযোগিতায় প্রাইভেট কারের চালক ও দুই যাত্রীকে আটক করা হয় । পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান তাদের অপর এক সহযোগী পটল এলাকার বিদেশ ফেরত রুবেলের বাড়িতে বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা স্বর্ণ আনতে গিয়েছে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিদেশ ফেরত রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে রুবেল ও আরো একজনকে আটক করা করে৷
আটককৃত প্রাইভেটকার এর নম্বর-
ঢাকা মেট্টো গ- ৩৯ – ২৮৩৭।
এ’সময় তাদের কাছ থেকে দুইটি স্বর্ণের বার সহ ২৯৮ গ্রাম (২৫ ভরি) স্বর্ণালংকার ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ