প্রিন্স ঘোষ
Change we Need এই শ্লোগান নিয়ে “সংঘ” ও “পলাশবাড়ীর পোলাপান” দুটি সংগঠন অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে গত ২০ জানুয়ারি রোজ মঙ্গবার । প্রায় ২৫০ জন অসহায় শিক্ষার্থীদের মাঝে শীত কম্বল ও বস্ত্র বিতরণ করেই এই দুটি সংগঠন।
সিরাজগঞ্জ এর উল্লাপাড়া এলাকার নন্দকুশা প্রতিবন্ধী স্কুলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরম পোষাক ও কম্বল বিতরণ করা হয়।
সংঘের সভাপতি মানুষের কন্ঠকে বলেন “মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে এবং গ্রুপের সদস্যদের অদম্য মনোবলের কারনে শীত উপেক্ষা করে আজ ২৫০ জন অসহায় শিক্ষার্থীদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি আমরা”।
এই ব্যপারে পলাশবাড়ী ফাউন্ডেশন থেকে জানানো হয় তারা অসহায়দের জন্য কাজ করে খুব খুশি এবং তারা সবার থেকে দোয়া পার্থনা করেন”।
ভবিষ্যতে আরও যাতে মানবিক কাজে অংশ নিতে পারে এই দোয়া ছেয়েছেন সংঘের কর্ণধার সানি রহমান সাব্বির।