আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

প্রানের ক্যাম্পাসে ফিরে যেতে চাই

 

নিজস্ব প্রতিবেদক : 

সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি ক্যাম্পাস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস । ক্যাম্পাসটি ঢাকার অদূরে আশুলিয়ার দত্তপাড়াতে অবস্থিত। ক্যাম্পাসটি তে শিক্ষার্থীদের আনাগোনা সবসময় ক্যাম্পাস কে মুখরিত করে তোলে । বিগত ৩ মাস যাবত ক্যাম্পাসটি পুরোপুরি ফাঁকা। পুরো ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন ক্লাস করতে আসে কিন্তু এই কোভিড – ১৯ এর জন্য পুরো ক্লাসরুম গুলো ও ফাঁকা হয়ে পড়ে আছে। শিক্ষার্থীরা যে সব জায়গাতে বেশি আড্ডা দেয় তার মধ্যে অন্যতম কিছু জায়গা হল বনমায়া , নলেজ ভ্যালি , কাঁঠালতলা , গ্রীন গার্ডেন এবং ট্রান্সপোর্ট শেড।
বনমায়া , বনমায়া হল এমন একটি জায়গা যেটা শিক্ষার্থীদের মিলন মেলা হিসাবে পরিচিত। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের অনুষ্ঠান থেকে শুরু করে গ্রুপ স্ট্যাডি, আড্ডা এবং অবসরে সময় কাটিয়ে থাকে । গ্রীন গার্ডেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি রেস্ট্রুরেন্ট। এখানে শিক্ষার্থীরা সকালের নাস্তা থেকে শুরু করে , দুপুরের খাবার , বিকালের নাস্তা এবং রাতের খাবার খাওয়ার সুবিধা পেয়ে থাকে , পাশাপাশি আড্ডা , গ্রুপ স্ট্যাডি করে থাকে শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের অবসর সময় কাটে নলেজ ভ্যালি , ফুড কোর্ট , বিশাল সবুজ মাঠে এবং কাঁঠালতলা সহ বিভিন্ন জায়গায়। শিক্ষার্থীরা ক্লাস শেষ করে একত্রে মিলিত হয় ট্রান্সপোর্ট শেড এ । শিক্ষার্থীরা ক্লাস শেষ করে যার যার গন্তব্যে যাওয়ার জন্য এখানে একত্রিত হয়ে থাকে । শিক্ষার্থীদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন রুটে ৫০ টির ও অধিক বাস সেবা চালু করেছে । ইনশাহআল্লাহ বর্তমান পরিস্থিতি ঠিক হয়ে গেলে আবারো শিক্ষার্থীদের দ্বারা মুখরিত হবে এই শিক্ষার্থীদের প্রিয় ক্যাম্পাসটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ