আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় ছিনতাই এর অভিযোগে ৩ জন আটক

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় তিন অটোরিকশা ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী।

এর আগে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাজতে আশুলিয়ার আমতলা-জিরানীবাজার আঞ্চলিক সড়কের আমতলা সংলগ্ন এলাকায় অটোরিকশা ছিনতাইকালে তাদের আটক করে স্থানীয়রা।

আটকরা হলেন- আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকার মুনসুর আলীর ছেলে লিটন (২২), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে নিরব (২০) ও জনি আহমেদের ছেলে সিফাত (১৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে আশুলিয়ার আমতলা-জিরানীবাজার আঞ্চলিক সড়ক দিয়ে ইজিবাইক নিয়ে জিরানী বাজারের দিকে যাচ্ছিলো ইজিবাইক চালক মিজানুর রহমান (১৮)। সে আমতলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা গতিরোধ করে চাকু দিয়ে হাতে আঘাত করে। এ সময় মিজানুর রহমান চিৎকার করলে এলাকাবাসী ওই তিন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে সকাল পর্যন্ত আটক করে রাখে। পরে সকালে থানায় খবর দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আহত ইজিবাইক চালক মিজানুর রহমান অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী বলেন, আটকদের কাছ থেকে একটি খেলনা পিস্তুল ও দু’টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পুলিশ আরও জানায় ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ