আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

বেনাপোলে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন শার্শা উপজেলা শাখার অবস্থান কর্মসূচী ও মানববন্ধন

 

 

 

মো:নয়ন সরদার
শার্শা প্রতিনিধি :

মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণ দাবি করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন শার্শা উপজেলা শাখা।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল নুর শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

কর্মসূচিতে শিক্ষকরা আপদকালীন সময়ে সরকার থেকে সহজ শর্তে ঋণ ও অনুদান প্রদান এবং কিন্ডারগার্টেন স্কুলের সমস্যাকে চিহ্নিত করে সমাধানসহ বেশ কিছু দাবি তোলেন। আগামী ৭ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ারও দাবি জানানো হয়েছে।

শার্শা উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তব্য রাখেন

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু তালহা, সহ-সভাপতি শফিউর রহমান, সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান, উলাশী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক জাহিদ হাসান প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণ করেন শার্শা উপজেলার ৫৬টি কিন্ডারগার্টেন-এর প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ