আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

শ্রীপুরে শিক্ষকদের কে প্রনোদনার টাকা বিতরন

 

 

মনিরুল ইসলাম মেরাজ,গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :

 

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সরকারের বিশেষ সহায়তার কর্মসূচির আওতায় গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল – কলেজের ৫৭৪ জন নন- এমপিও শিক্ষক ও কর্মচারীদেরকে বিতরন করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, শ্রীপুর পৌর মেয়র মোঃ আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন সহ আরও অনেকে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, করোনার কারনে দীর্ঘদিন ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে সরকারি শিক্ষক – কর্মচারীরা বেতন পেলেও নন- এমপিওভুক্ত শিক্ষকরা কোনো বেতন ভাতা না পেয়ে মানবেতর দিন যাপন করছে। তাই সরকার এইসব শিক্ষক – কর্মচারিদের জন্য ৪৬ কোটি ৬৩ লাখ টাকার বিশেষ অনুদান ঘোষনা করেন। সারাদেশে পর্যায়ক্রমে ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক- কর্মচারীদেরকে বিতরন করা হবে।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ