নিজস্ব প্রতিবেদক : শামীম হোসেন
ঢাকা জেলার মধ্যে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা ( সাব-ইন্সপেক্টর) হিসেবে নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার এসআই মলয় কুমার সাহা । রবিবার(২৬ জানুয়ারি) অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি, বাংলাদেশ পুলিশের অহংকার, মানবতার ফেরীওলা সকলের প্রিয় অভিভাবক হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম (বার) মহোদয়ের কাছ থেকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা (সাব-ইন্সপেক্টর) হিসেবে পুরষ্কার গ্রহণ করেন এসআই মলয় কুমার সাহা। ঢাকা জেলার সাভার মডেল থানার ক্লু-লেস মার্ডার মামলা তদন্ত, রহস্য উদঘাটন ও মামলার মূল আসামী গ্রেফতার এবং মামলার সকল আলামত উদ্ধার করায় এই স্বীকৃতি ও অর্জন। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান(বিপিএম)বার, (পিপিএম)বার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এস আই মলয় কুমার সাহা। মলয় কুমার সাহা বলেন, এই অর্জন আমার একার নয়, এই অর্জন সকলের। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো কাজ করে দেশের মানুষের সেবা করতে চাই৷ সিনিয়র স্যারদের সহযোগিতায় ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করে এগিয়ে যেতে চাই৷ তিনি এই মামলার রহস্য উদঘাটন ও আসামি দ্রুত গ্রেফতারের ক্ষেত্রে নির্দেশনা দিয়ে পথ দেখানোর জন্য ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন বিশেষ ভাবে কৃতজ্ঞ অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ঢাকা উত্তর সাইদুর রহমানের প্রতি তিনি শুধু নির্দেশনা আর উৎসাহই দেননি সেই সাথে দ্রুত সময়ের প্রযুক্তিগত তথ্য সরবরাহ করেছেন যা সময় মত না পেলে এত দ্রুত ঘটনা উদঘাটন সম্ভব হত না। পুলিশ পরিদর্শক অপারেশন জাকারিয়া হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানাই সারা রাত ব্যাপি অপারেশনে নেতৃত্ব দেয়ার জন্য। তাদের দিক নির্দেশনায় আজকে আমার এই পুরুষ্কার প্রাপ্তীর জন্য অসংখ্য ধন্যবাদ।
মাসিক অপরাধ সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির বিপিএম-পিপিএম ও ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সরদার বিপিএম (সেবা), ঢাকা রেঞ্জের পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাভারের উত্তর জামসিং এলাকায় গৃহবধূর ধর্ষনের পর হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার তিন জন। সাভার পৌর এলাকায় গৃহবধূ টুকটুকি আক্তার (২০) হত্যাকাণ্ডের মুলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে সাভার ও কেরানীগঞ্জের পৃথকস্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। তিন জনের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার পর রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।