ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মতিউর রহমান (৫৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া সড়কের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড় হিস্যা জালসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের আমছিমোর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ জানায়, গতকাল (২৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে কালামপুর-সাটুরিয়া সড়কের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড় হিস্যা জালসা এলাকায় জালসা বাজারে একটি অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক মতিউর রহমানকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মো: পান্নু মিয়া বলেন, রাতেই হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক পরিবহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।