বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম
সাভারের ডগরমোড়া এলাকায় গত বছর ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করে এক কিশোরীর পিতা বাদী হয়ে । সাভার থানা পুলিশ জানায় গত বছর মার্চ মাসে ২ বখাটে ধর্ষণ করে পালিয়ে যায়।
সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ ধর্ষক কে গ্রেপ্তার করতে পারলেও অপর ধর্ষক বাবু(২০) পলাতক। পুলিশ জানায় বাবুর বাসা ডগরমোড়া জোড়া মসজিদ এলাকায়। ধর্ষণ মামলার পর হতেই পলাতক রয়েছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক নুর খাঁন বলেন ধর্ষণ মামলার আসামী বাবুর সন্ধান প্রয়োজন। কেউ যদি দেখে থাকেন তাহলে পুলিশ কে সংবাদ দেওয়ার আহবান করেন । নুর খাঁন আরও বলেন তথ্য দাতার নাম ঠিকানা গোপন রাখা হবে।
সাভার মডেল থানা – এসআই নুর খাঁন –
01718542024