আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

নবাবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৭

 

 

শহীদুল্লাহ্ (সুমন) – দোহার উপজেলা প্রতিনিধি :

ঢাকার নবাবগঞ্জে নদীর ঘাটে গোসল করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের পাঞ্জিপ্রহরী গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় দু’পক্ষ থানায় পৃথক অভিযোগ করেছেন।
তাহারা হলেন, একই পরিবারের হামিদা (৫০), খুরশেদ আলম (৭০), আজুফা (৫০), লিপি বেগম (৩৫), আব্দুল কাদের (৫৫), অন্যপরিবারের মো. সিপন (৪৮), শিল্পী বেগম (৪০)। গুরুত্বর আহত লিপি বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে পরিবার নিশ্চিত করেছেন।
স্থানীয় ও দুপক্ষের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার বিকালে খেতের তিল তুলার কাজ শেষে বাড়ির পাশে ইছামতি নদীতে গোসল করতে যান আজুফা ও লিপি বেগম। নদীর ঘাটে গোসল করা নিয়ে পূর্ববিরোধের জের প্রতিবেশি সিপন ও তার স্ত্রী শিল্পী বেগম তাদের মারধর করছে খবর আসে বাড়িতে। পরিবারের লোকজন ছুটে গেলে দুপক্ষের সংঘর্ষ বাঁধে। এসময় সিপনের ছেলে অনিক বাড়িতে এসে ধারালো বটি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে প্রতিপক্ষের ৫জনকে আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গুরুত্বর আহত লিপি বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে থানায় দুপক্ষে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ