আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

রাজশাহীতে উদ্ধার হওয়া শিশু পরিবারের কাছে হস্তান্তর

 

 

জিয়াউল কবির স্বপন, মোঃইসহাক রাজশাহী ব্যুরো :

 

গতকাল দৈনিক আগামীর সংবাদে
আমবাগান দেখতে ঢাকা থেকে রাজশাহীতে ৯ বছরের শিশু শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার পর অবশেষে শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে বলে জানান বোয়ালিয়া থানা পুলিশ।
শিশুটি নাম সোহাগ ওরফে আলিফ(০৯) পিতা মোঃ আব্দুল আল-মামুন পেশাই একজন হোমিও চিকিৎসক ।
সূত্রে জানা যায়, আব্দুল আল-মামুনের প্রথম পক্ষের সন্তান সোহাগ ওরফে আলিফ ।
প্রায় আট বছর আগে সোহাগ ওরফে আলিফ এর মায়ের সাথে (তালাক) ডিভোর্স হলে।
শিশুটিকে তার নানির কাছে থেকে মানুষ হচ্ছিল।

এমন সময় শিশুটি আম বাগান দেখার উদ্দেশ্যে ঢাকা থেকে এসে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদে সে জানায়, সে কোন অভিভাবক ছাড়াই ঢাকা চৌরাস্তা হতে আমবাগান দেখার জন্য রাজশাহীতে এসেছিল।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বলেন, নিউজ প্রকাশিত হওয়ার পর শিশুটির পরিবারের সাথে ভিডিও কলে কথা বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ছেলেকে উদ্ধারের পর থানায় উভয়ের সম্মতিতে তার নানির নিকট হস্তান্তর করা হয়েছে। এবং তারা এখনো থানাই অবস্থান করছেন এবং আগামীকাল সকালে বাস যোগে বাড়ি ফিরবেন বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ