আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

“”””লাশের খাটিয়া “””

 

কবিতা: ইসমাইল হোসেন রাজু :

পিতা হয়ে সন্তানের লাশ
বহন করেছে যারা,
তাঁরাই বুঝে তীব্র যন্ত্রণা
কলিজায় তীরের খোঁচা।

পাহাড় সম কষ্ট নিয়ে
বুকে দুঃখের বোঝা,
রাতের আধারে চোখের জ্বলে
শুধুই বোবা কান্না।

সান্ত্বনার বানী কাজ হয় কিগো
মুচে কি দুঃখের দাগ,
সুখের সোহাগ নিতে চায় সবাই
দুঃখ কি নিবে কেউ ভাগ?

বাবার কাঁদে লাশের খাটিয়া
নিদারুণ করুণ চিত্র,
বুক পেটে যায় আত্বচিৎকারে
জানে কি গোটা বিশ্ব?

বাবার কাঁদে লাশের খাটিয়া
পাহাড় সম ওজন,
নিষ্ঠুরতার শিকল পড়ে
করছে দাপন কাঁপন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ