আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

বিএফডিসি এর আকস্মিক অভিযানে জব্দ একাধিক নৌকা

 

 

শাহ্ আলম, রাঙ্গামাটি প্রতিনিধি :

 

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (BFDC), কাপ্তাই উপকেন্দ্রের পক্ষ থেকে কাপ্তাই লেকে অবৈধ ভাবে মাছ ধরা বন্ধের লক্ষ্যে অদ্য ০৩/০৭/২০২০ ইং তারিখ, বিকাল ৪ঃ০০ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত টানা ৬ ঘন্টার পেট্রোল ডিউটি সম্পন্ন হয়। বিশেষ পেট্রোল ডিউটি পরিচালনা করেন কাপ্তাই উপকেন্দ্রের মার্কেটিং অফিসার জনাব সোয়েব সালেহীন। এ সময় বিশেষ টহল টীম শামসুদ্দিন ঘাট থেকে যাত্রা শুরু করে হরিণছড়া মুখ, গাছকাটাছড়া, কেংড়াছড়ি, জেলে পাড়া, বেম্বুঘাট সংলগ্ন বিভিন্ন পাহাড়ি ঘোনায় ঝটিকা অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান কালে টহল টীম সফল ভাবে ৩ টি মাছ ধরার নৌকা, প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল, ১০০ মিটার সুতার জাল ও প্রায় ২০০ বড়শি জব্দ করে। উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন সালাম সরকার (স্টোর কীপার), শাখাওয়াত হোসেন (সিএন্ড ডিএ), আবুল হাশেম (অফিস সহায়ক), জামাল হোসেন (অপারেটর) ও আলমগীর মল্লিক (বোট ড্রাইভার) সহ বেশ কয়েকজন। এ সময় কাপ্তাই উপকেন্দ্রের মার্কেটিং অফিসার জনাব সোয়েব সালেহীন’কে টহল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “লেকে অবৈধ ভাবে মাছ ধরার সময় মাছ সহ নৌকা, জাল ও বড়শি জব্দ করা হয়। লেকে মা মাছ রক্ষার অভিযানে আমরা সব সময় তৎপর আছি।” উল্লেখ্য, গত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই লেক হতে সকল প্রকার মাছ ধরা, বিপনন ও বাজার জাত সম্পুর্ণ বন্ধ রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ