আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

বিদ্যুৎস্পৃষ্টে আহত মাতৃহারা শিশু ইয়াসিনের পাশে ভাইস চেয়ারম্যান

 

 

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুর কাউখালী উপজেলার কাঠালীয়া গ্রামে গত ১ জুলাই বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়া আজাহার আলী (৭৫) ও স্ত্রী রেনু বেগম (৬০) দম্পতি এবং আহত হয়েছিলেন ৩ বছরের নাতি ইয়াসিন। বিদুৎস্পৃষ্টে আহত হওয়া ৩ বছরের শিশু ইয়াছিন মাতৃহারা। মায়ের মতো আদর- স্নেহে লালন পালন করে বড় করেছিলেন দাদি (নিহত) রেনু বেগম।

ভাগ্যের নির্মম পরিহাস, এখন আর কেউ রইলো না আদর স্নেহ করার। বিদুৎস্পৃষ্টে দাদি (নিহত) রেনু বেগম এর কোলেই ছিলেন নাতি ইয়াছিন, ছিটকে ফেলে নিজে মৃত্যুকে বরণ করে প্রান বেচিঁয়ে দিয়ে গেলেন ৩ বছরের মাতৃহারা শিশু ইয়াছিনকে। নিজ বাড়ি চিরনিদ্রায় ঘুমিয়ে থাকা দাদা আজাহার আলী এবং দাদি রেনু বেগমের কবরের কাছে কেদেঁই যাচ্ছেন মাতৃহারা এতিম শিশু ইয়াছিন। এই দুঃসময়ে মাতৃহারা এতিম শিশু ইয়াছিনের পাশে দাঁড়ালেন কাউখালী উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন। উক্ত বাড়িতে গিয়ে মৃতদের কবর জিয়ারত করেন এবং নাতি ইয়াছিন ও তার পরিবার কে আর্থিক সহায়তা প্রধান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ