আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সরকারি তিতুমীর কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনলাইন ক্লাস শুরু

 

ক্যম্পাস প্রতিনিধি
মোঃ মাসউদ মোল্লা : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনলাইন ক্লাস পুরোপুরি ভাবে আরম্ভ হয়েছে।গত রমজান থেকে একজন শিক্ষক ক্লাস নিলেও এই সাপ্তাহ থেকে ধারাবাহিকতায় তিনজন শিক্ষকই সকাল ১০ টা থেকে ক্লাস নেওয়া শুরু করেছেন। অনলাইন ক্লাসের সম্পর্কে ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অনলাইনে ক্লাস হওয়ায় আমি খুব আনন্দিত,এইভাবে ক্লাস নিয়মিত চললে আমাদের পরিক্ষা ও সেশনজট কোনোটারই সমস্যা হবে না। আমি আমাদের ক্লাস্মেইট সবাইকে ক্লাস করার আহবান করছি।
আরেক শিক্ষার্থী আবু তাহের বলেন, ক্লাস আলহামদুলিল্লাহ ভালোই চলছে, এখন সবাই গ্রামে আছে, তাই সবাই নেটওয়ার্কের সমস্যার কারণে উপস্থিত হবে কি না ভাবলাম কিন্তু এখন দেখতেছি আমাদের উপস্থিতি বেড়েই চলছে তবে অনলাইনে ক্লাস করায় এমবি খরচ বেশি, তা অনেকের পক্ষেই এখন কষ্টকর, তাই তিনি সরকারের প্রতি আকুল আবেদন করে বলেন শিক্ষার্থীদের জন্য সরকার যেনো এমবির একটা প্যাকজের ব্যবস্থা করেন তাহলে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী অনলাইনে ক্লাস করা সহজ হবে।
শিক্ষকরা ও আশাবাদী এইভাবে ক্লাস চললে শিক্ষার্থীদের
পরিক্ষায় কোনো সমস্যা হবে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ