আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

অপরাজিতা

 

কবিতা – আ.ফ.ম.আফজাল হাসান :

গোধূলির আলো,অন্ধকারে
দেখেছিলাম তোমারে,
নাকে নোলক,চোখে কাজল,
কানে সোনারঙা দোল,
শ্যাম বর্ণ,দীঘল কালো চুল,
খোপায় গোজা রক্তজবা ফুল!

দু’জন বসেছিলাম মুখোমুখি
কখনও ইচ্ছায়,কখনও অনিচ্ছায় কতবার হলো চোখাচোখি,
সেই যে তোমার প্রেমে পড়া
সেই প্রেমে আজও আমি মরা
ভরা যৌবন,তবুও হৃদয়ে খড়া!

ফিরে যাওয়ার পথে
চললাম এক সাথে,
কত কথায়,কত ব্যথায়
যেন আজন্ম সেই পথচলা,
তবুও ভালোবাসি কথাটি
তোমায় এখনও হয়নি বলা!

সাগরের ঢেউয়ে,ঢেউয়ে
দেখি শুধু চেয়ে চেয়ে
তোমার শ্যামলা ঠোটের হাসি,
ভুমধ্য সাগরের জলোচ্ছ্বাস
জানে শুধু অপরাজিতা
তোমায় কতটা ভালোবাসি!

পাহাড় চুঁড়ায় দাড়িয়ে
সবকিছু হারিয়ে আমি মরি তৃষ্ণায়!
তুমি ঝর্না,তুমি নদী,
তুমি পাহাড়ী কন্যা
আমি তপ্ত মরু,
তুমি হও বন্যা!

মেঘে মেঘে তোমায়,বৃষ্টি ভেজা হাওয়ায়
খোঁজি চাঁদ তারায়
ইচ্ছে করে চাঁদের জোৎস্নায়
তোমার বুকে হারায়!
আকাশ যেমন নীল সাদা
তেমনি আমি শ্যাম তুমি রাধা!

লালশাড়ী গায়ে,আলতারাঙ্গা পায়ে
আমার উঠোন দিয়ে
হেঁটেছো বহুবার,তবুও
আমার সব হলো বৃথা!
তুমি লক্ষী,তুমি বিজয়িনী,
তুমি আমার প্রিয় অপরাজিতা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ