আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

প্রতিবন্ধীকে দোকান করে দিলেন চলচিত্র সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের ‘সাপোর্ট’

 

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

 

পিরোজপুরে শারীরিক প্রতিবন্ধী ও ভিক্ষুকে মুদির দোকান ঘর তুলে দিলেন চলচিত্র সমিতির সাধারণ সম্পাদক ও মানব কল্যাণে তার প্রতিষ্ঠিত সংগঠন ‘সাপোর্ট’।

পিরোজপুরের সদর উপজেলার কৃষ্ণচূড়ার ভাইজোড়া গ্রামের মোঃ ইমদাদুল সিকদার।
একজন শারীরিক প্রতিবন্ধী, পরিবারে স্ত্রী এবং দুই সন্তান সহ চার জন সদস্য। বড় ছেলে ৬ষ্ঠ শ্রেনীতে এবং ছোট ছেলে ১ম শ্রেণীতে পড়ে। সংসারের খরচ চালানো মতো সম্বল তার নেই, জীবন যুদ্ধে বেঁচে থাকার তাগিদে বেছে নেয় ভিক্ষার পথ। মানুষের কাছে সাহায্য চেয়েই তার সংসার চলতো।

কিন্ত আশার আলো হয়ে প্রতিবন্ধীর পাসে দাঁড়ালো পিরোজপুরের মানব কল্যাণ মূলক প্রতিষ্ঠান ‘সাপোর্ট’। তাঁর এই নির্মম পরিস্থিতির কথা কর্নপাত করলেন বাংলাদেশ চলচিত্রের জনপ্রিয় নায়ক ও বাংলাদেশ চলচিত্র সমিতির সাধারণ সম্পাদক এবং মানব কল্যাণ মূলক সংগঠন ‘সাপোর্ট’ প্রতিষ্ঠান’টির প্রতিষ্ঠাতা জায়েদ খানের। তিনি সেই প্রতিবন্ধী মোঃ ইমদাদুল সিকদার কে মালামাল সহ তুলে দিলেন একটি মুদির দোকান।

আজ ২ জুলাই (বৃহস্পতিবার) দোকানটি’কে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ও পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ বাদল এবং সংস্থা’টির নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ