আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

শার্শা উপজেলায় পাট চাষে ভালো ফলনের জন্য কৃষকরা নানা পদক্ষেপ গ্রহণ

 

মো:নয়ন সরদার
শার্শা প্রতিনিধি :

শার্শা উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল আমাদের শার্শা উপজেলা প্রতিনিধিকে মুঠোফোনে জানান শার্শা উপজেলায় এবার মোট ৫,৬০০হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা গতবার ছিলো প্রায় ৪,৬০০ হেক্টর জমিতে৷এবার গতবারের থেকে শার্শায় ১ হাজার হেক্টর জমিতে পাট চাষের বৃদ্ধি পেয়েছে৷
পাটের মান ভালো হলে, দামও বেশি পাওয়া সম্ভব বলে জানিয়েছেন৷
যশোরের শার্শা উপজেলায় পাট চাষে ভালো ফলনের জন্য কৃষকরা নানা পদক্ষেপ গ্রহণ করছে৷

শার্শা উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল আমাদের শার্শা উপজেলা প্রতিনিধিকে মুঠোফোনে জানান শার্শা উপজেলায় এবার মোট ৫,৬০০হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা গতবার ছিলো প্রায় ৪,৬০০ হেক্টর জমিতে৷এবার গতবারের থেকে শার্শায় ১ হাজার হেক্টর জমিতে পাট চাষের বৃদ্ধি পেয়েছে৷
পাটের মান ভালো হলে, দামও বেশি পাওয়া সম্ভব বলে জানিয়েছেন৷

পাট নিয়ে শার্শা উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায় পাট চাষে প্রতি বিঘায় খরচ হয়েছে ৭ থেকে ৮ হাজার টাকা। আর পাট বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার টাকায়। তবে কৃষকদের দাবি পাটের বাজার চাহিদা থাকলে আমি ভালো দাম পাবো৷

এছাড়া শার্শা কৃষি অফিস থেকে কৃকষদের পাটের ভাল দাম ও গুণগত মান বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে৷

এছাড়া শার্শা উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায় পাট চাষে প্রতি বিঘায় খরচ হয়েছে ৭ থেকে ৮ হাজার টাকা। আর পাট বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার টাকায়। তবে কৃষকদের দাবি পাটের বাজার চাহিদা থাকলে আমরা ভালো দাম পাবো৷ কিন্তু যদি পাটের চাহিদা না থাকে তাহলে আমাদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা ও থাকে ৷

এদিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কয়েকজন চাষীর সাথে কথা বলে জানা যায়,আমাদের এখানে বিল এলাকার কয়েকটা মাঠে পাট চাষ করে টানা কয়েকবারে বৃষ্টিতে আমাদের পাট ক্ষেত নষ্ট হয়ে গেছে৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ