বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম
ঢাকার আশুলিয়ায় পরিবহনের চাঁদা না দেওয়ায় পরিবহনের এক সুপারভাইজারকে মারধরসহ একটি বাস ভাংচুরের অভিযোগ উঠেছে।
বুধবার (২২ জানুয়ারি) আশুলিয়া থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বাসের সুপারভাইজার।
অভিযুক্তরা হলেন- আশুলিয়ার গাজিরচট এলাকার আব্দুল গণির ছেলে স্বপন (৪৫), জামগড়ার সোহেলে (২৫), গোমাইলের রজব আলীর ছেলে তারেক (৪২), বাইপাইলের আব্দুল কুদ্দুসের ছেলে মাজেদ (৪৩), ডেন্ডাবরের সাকিল (৩২)। এছাড়া অজ্ঞাত আরও ৬/৭ জন।
অভিযোগ অনুযায়ী, মৌমিতা ট্রান্সপোর্ট, সিয়াম ট্রান্সপোর্ট ও আশুলিয়া ক্লাসিকের সুপারভাইজার মো: রাজু হোসেন। তার কাছে রোববার বিকাল ৪টার দিকে স্বপনসহ অভিযুক্তরা ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে গাড়িগুলো চলতে পারবে না বলে হুমকিও দেয় তারা। পরে একই দিনে আশুলিয়া ক্লাসিক (ঢাকা-মেট্রো-ব- ১৫-৫৭-৯১) পরিবহনের গতি রোধ করে ভাংচুর শুরু করে। এতো বাসটির প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়। এসময় রাজুসহ তার স্টাফরা বাধা দিলে তাদের এলোপাথাড়ি ভাবে মেড়ে ১০হাজার ৫শ’ টাকা নিয়ে পালিয়ে যায় স্বপনরা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)
সেলিম রেজা বলেন, চাদাবাজি ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার বলেন পরিবহন সেক্টরে যারাই চাঁদাবাজির ঘটনা ঘটাক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।