আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে র‍্যাবের অভিযানে চোরাই প্রাইভেটকারসহ ৪ জন আটক

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারে চোরাই প্রাইভেট কার ক্রয়-বিক্রয়ের এর অভিযোগে প্রাইভেটকারসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (০২ জুলাই) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ।

এর আগে, বুধবার (০১ জুন) রাতে সাভারের অধরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে মোহাম্মদ আলী নয়ন (৪০), সাভার বাজার এলাকার উত্তম ঘোসামীর ছেলে পাপ্পু খান (২৩), মোহাম্মদপুর থানার মাহবুব রহমানের ছেলে মোঃ আরিফ আল রহমান (৩১), সাভার কাজী মোকামাপাড়ার মৃত মনোরঞ্জন রাজ বংশীর ছেলে উত্তম রাজ বংশী (৩৫)।

র‌্যাব-৪ জানায়, বুধবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই গাড়িসহ ৪ জনকে আটক করা হয়৷ সেই সাথে আটকদের কাছ থেকে সন্দেহজনক চোরাইমাল হিসেবে একটি কালো রংয়ের MITSUBISHI CBA-C52A STIEZ প্রাইভেট কার যার রেজিঃ ঢাকা মেট্রো-গ-২৭-০৭৫৬ ও ১০০ (একশত) টাকা মূল্যের তিনটি সরকারী স্ট্যাম্প পেপার উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ জানান, সন্দেহভাজন আসামীদের ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক গ্রেফতার করা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু চোর চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪, সিপিসি-২ এর সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ