আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে শতাধিক প্রতিবন্ধীদের নিয়ে বার্ষিক বনভোজন

বিশেষ প্রতিনিধি : শামীম খাঁন 

ঢাকার সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের জমিদার বাড়িতে শতাধিক প্রতিবন্ধীদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন ২০২০।

সাভার পৌরসভার ২ ও ৪ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে বনভোজন আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা এবং পৌর কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সমাজের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শতাধিক শিশুদের নিয়ে বনভোজনে বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সহ অংশগ্রহণকারী সকলকে পুরস্কার প্রধান করা হয়। বুধবার ২২শে জানুয়ারি সাভার আড়াপাড়া জমিদার বাড়িতে সমাজের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের এই বনভোজনের আয়োজন করা হয়।

বনভোজনের প্রধান অতিথি নজরুল ইসলাম মানিক মোল্লা বলেন, আগামী দিনে পৌর এলাকার সকল প্রতিবন্ধীদের বিভিন্ন ধরনের সহযোগীতা করা হবে। আগামীতে প্রতিবন্ধীদের নিয়ে বনভোজনের আয়োজন করা হলে তিনি এবং পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে সবধরনের সহযোগীতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাসের কর্নধার রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, মিসেস রকেয়া হক সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাভার পৌরসভা, সামাজিক সংগঠন সিডিডি এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সাভার পৌর আওয়ামী লীগের রাশেদ খান মেনন, আমির হোসেন, জাহাঙ্গীর আলম খান। সাভার থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী সেলিনা পান্না, জয়িতা জয়শ্রী, রাহিমা সহ সাভার পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ