আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

রাজশাহীর পুঠিয়ায় নকল কসমেটিকস কারখানায় অভিযান

 

রাজশাহী প্রতিনিধি, আতিক খাঁন :

 

লতা হারবালের মালিক মাসুদ রনার ৩ মাসের কারাদন্ড বিপুল পরিমাণ প্রশাধনি জব্দ।
রাজশাহীর পুঠিয়ায় ক্ষতিকর উপাদান দিয়ে নকল প্রশাধন সামগ্রী তৈরি বি এস টি আই এর লাইসেন্স ছাড়াই প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বাজারজাত করায় লতা হারবালের মালিক, মাসুদ রানাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে পাওয়া তত্ত্বের ভিত্তিতে বুধবার সন্ধায় রাম জীবনপুর এলাকায় লতা হারবালে অভিযান ছালানো হয়।
এ সময় পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি)রুমানা আফরোজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নকল এসব পণ্য তৈরির অপরাধে তাকে ৩ মাসের কারাদণ্ড দেন,যানা যায় পুঠিয়ার কসমেটিকস কোম্পানিটির কম্পানী দীর্ঘদিন থেকে বিভিন্ন নামি দামি কোম্পানির ৯ টি প্রশাধন সামগ্রী নকল করে ল্যাবটেস্ট এবং পরিক্ষা নিরিক্ষা ছাড়াই উৎপাদন ও বাজার জাত করে আসছিলো গোয়েন্দা অনুষন্ধানে এমন তথ্য উঠে আসার পর বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন শেখানে অভিযান পরিচালনা করে এসয় ভেজাল ও বিষাক্ত উপাদান দিয়ে তৈরী বিপুল পরিমাণ বিভিন্ন ব্যান্ডের নামে তৈরিকৃত প্রশাধন সামগ্রী জব্দ করা হয় সেই সাথে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ