আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

বিসিএস নন-ক্যাডার হলেন নাসিরনগর ধানতুলিয়ার তানজিন সরকার

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

নাসিরনগরের মেধাবী শিক্ষার্থী তানজিন সরকার সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৮তম বিসিএস পরীক্ষায় বিসিএস নন-ক্যাডারে চুরান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তানজিন সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতল পাড় ইউনিয়নের ধানতলিয়া গ্রামের ও চাতল পাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মালেক সরকারের ছেলে। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর (ফাস্ট ক্লাস) পড়াশোনা শেষ করে বাংলাদেশ কৃষি ব্যাংক-এ অফিসার হিসেবে আশুগঞ্জ শাখায় বর্তমানে কর্মরত আছে।

তানজিন সরকারের ৭ ভাই ও ৪ বোন। ১১ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।তার বড় ভাই জনাব মোঃ জহিরুল হক সরকার সবুজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

সবুজ তার ছোট ভাইয়ের কৃতিত্বের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।সে দেশ ও মানুষের সেবা করে সামনের এগিয়ে যেতে চাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ