আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁয় অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তর দাবীতে শিক্ষানবিশদের মানববন্ধন

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ

“মুজিব শতবর্ষে মানবিক আচরণ করুন, আইন শিক্ষানবিশদের প্রতি সদয় হোন” স্লোগানে বাংলাদেশ বার কাউন্সিলের ২০১৭/২০২০ সালের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ অনতিবিলম্বে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত দাবীতে নওগাঁয় শিক্ষানবিশদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনের রাস্তায় ঘণ্টাকাল ব্যাপি নওগাঁ বার এ্যাসোসিয়েশনের ২০১৭/২০২০ সালের প্রিলি: পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশবৃন্দ এ কর্মসূচী পালন করেন। সংগঠনের আহ্বায়ক শামিমুর রেজা রনির সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ, রানা, সদস্য সাজিয়া আফরিন ও রুমকি আক্তার সহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায় বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষানবিশদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জোর দাবি জানান। এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষানবিশ অ্যাডভোকেট উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ