আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বাগমারায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

 

আলমগীর হোসেন, বাগমারা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক ঘোষিত দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাগমারার ৫নং আউচপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রম শুরু করেছে। সোমবার এ বৃক্ষ রোপনের কার্যক্রম শুরু করেছেন।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকেই বৃক্ষ রোপনের কার্যক্রম শুরু করেন। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আশোপাশে তারা বিভিন্ন প্রজাতীর শতাধিক চারা রোপন করেন।
আউচপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ও সাধারন সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে চারা গুলো রোপন করা হয়।
ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচি সফল করার লক্ষে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক রফিকুল, এ এস আই হেলাল,আউচপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মাস্টার মশিউর রহমান,যুবলীগ সভাপতি মাস্টার আমিনুল ইসলাম ও গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ অনেকেই সহযোগীতায় এগিয়ে আসেন। বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন, বাগমারা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকইন্জিঃ আঃ মালেক,হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক আনোয়ার হোসেন,আউচপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম,রবিউল ইসলাম,আকাশ,জাকারিয়া প্রমুখ। মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি চলবে বলে আউচপাড়া ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ