আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

রাজশাহীর ৪৩ টি সংগঠনকে সিটি মেয়র দিলেন প্রধানমন্ত্রীর করোনা কালীন উপহার 

 

 

জিয়াউল, নাঈম ইসলাম (রাজশাহী ব্যুরো):

 

করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া অব্যাহত রেখেছেনরাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন।
আজ রাজশাহীতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে নগর ভবন চত্বরে ৪৩টি সংগঠনের মাঝে চাল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ৬ষ্ঠ দফায় ৪৩টি সংগঠনের ৮ হাজার ৫৭২ সদস্যের জন্য ৬৬ হাজার ৫০০ কেজি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ