আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

সাভারে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের বনগাঁওয়ের সাধাপুর এলাকা থেকে কাঞ্চন আলী (৫৫) নামের এক বৃদ্ধের মরেদহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বনগাঁও ইউনিয়নের সাধাপুর গ্রামের একটি নির্জন স্থান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাঞ্চন সাভারের আমিনবাজার এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে তার মরদেহ সাধাপুর গ্রামের একটি নির্জন স্থান থেকে ঝুলন্তু অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এখলাছ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাভার মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ