আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি, শিশুসহ ২৫জনের লাশ উদ্ধার

 

সাব্বির হোসেন সাজিদ, নিজস্ব প্রতিবেদকঃ

 

রাজধানীর শ্যামবাজার ফরাসগঞ্জে বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯জুন) সকাল নয়টার দিকে ঘটে এই ঘটনা। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে।

জানা যায়, লঞ্চটির নাম মর্নিং বার্ড। এটি আকারে ছোট। এই লঞ্চে ময়ূর-২ নামে একটি লঞ্চের ধাক্কা লাগে। ঢাকা থেকে মুন্সীগঞ্জ র‍্যুটের লঞ্চ এই মর্নিং বার্ড।

সোমবার (২৯ জুন) সকালে ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ