আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

পুঠিয়ায় ইনাম ফিসফিড মিলে ভ্রাম্যমান আদালতের জরিমানা

 

মোঃ আতিকুল ইসলাম আতিক :  

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকায় পঁচা এঙ্কার বুটের ডাউল রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় ও ২৫০ বস্তা ডাউল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের পার্শ্বে হাবিবুর রহমানের বন্ধ চাউল মিলের ওঠানে পচাঁ এ্যাঙ্কার বুটের ডাউল এর গন্ধে এলাকাবাসী সম্যসা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।এমন খবরটি পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান ঘটনাস্থলে গিয়ে ২ শত ৫০ বস্তা পচাঁ এ্যাঙ্কার বুট থাকায় ফিড মিলের মালিক মো.আতিকুর রহমান আতিক এর নিকট থেকে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন,২০১০ মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত জব্দকৃত ডাউলগুলো জিউপাড়া ইউপি পরিষদের চেয়ারম্যান হোসনেয়ার কে দায়িত্ব দেন, যেন সেই ডাউল কোন পুকুর ফেলে দেওয়ার জন্য।

এ ব্যাপরে জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনেয়ারা রবিবার সকাল পর্যন্ত সেই ডাউল কি করা হয়েছে তা তিনি জানেন না।
এ সময় থানার এসআই সালাম ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ