আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

রাঙ্গামাটির সিভিল সার্জন বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

 

 

শাহ আলম, জেলা প্রতিনিধি রাঙামাটি :

 

অদ্য ২৭.০৬.২০২০ ইং তারিখে রাংগামাটি জেলা থেকে সকাল আনুমানিক ১০ ঘটিকায় বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করতে আসেন সম্মানিত সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। নব নির্মাণাধীন হাসপাতাল ভবন ও পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসার এই ধরনের পরিদর্শন সবাইকে অনেক বেশি উজ্জীবিত ও উৎসাহিত করে।বর্তমানে কোভিড ১৯ মহামারীর সময়ে রাঙামাটি সিভিল সার্জন এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। রাঙ্গামাটি সিভিল সার্জনের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বিলাইছড়ি আপাতত করোনামুক্ত।
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং বিলাইছড়ি উপজেলা বাসী সর্বস্তরের সকলেই রাঙামাটি সিভিল সার্জন কে ধন্যবাদ জানান।বিলাই ছড়ি উপজেলা বাসী আরো জানান যে ডাক্তার রশনি চাকমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিলাইছড়ি হাসপাতলে যোগদান করার পর হতে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক পরিবর্তন আসে যেমন হাসপাতলে রোগী আসলে আগে রাঙামাটি রেফার করা হতো কিংবা চট্টগ্রামের করা হতো কিন্তু এখন ডাক্তার রশনি চাকমা যোগদানের পর হতে অনেক জটিল ও ডেলিভারি রোগী এখানেই আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সেবা দেওয়া হয়। ডাঃ রশনি চাকমা আরো জানান,ডাঃ ফাহিমা আক্তার আবাসিক মেডিকেল অফিসার, ডাঃরনি সরকার (Rmo),ডাঃ হালিমা আক্তার মেডিকেল অফিসার,ডাঃ জান্নাতুল নাঈম ডেন্টাল সার্জন, ও হাসপাতালের সকল নার্স ও কর্মচারীগণ আমাকে সঠিকভাবে সহযোগিতা করার ফলে আমি রোগীদের কে সঠিকভাবে চিকিৎসা দিতে পারছি। তিনি আরো বলেন আমি সারা জীবন যেন বাংলাদেশের যেকোন স্থানে থাকি না কেন সঠিকভাবে আমি আমার দায়িত্ব পালনে নিয়োজিত থাকতে পারি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ